Featured

Type Here to Get Search Results !

দুই মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: 
কুমিল্লার লাকসামে পৃথক স্থান থেকে দুই মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের উত্তর নরপাটি ও কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান জানান, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে লাকসাম পূর্ব ইউনিয়নের উত্তর নরপাটি থেকে জাহেদা আক্তার মিতু (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সে ওই গ্রামের মোঃ মীর হোসেন মেয়ে। এসআই আব্দুল লতিফসহ পুলিশ ফোর্স লাশটি উদ্ধার করে। 

স্থানীয় লোকজন জানান, জাহেদা আক্তার মিতু ফুলগাঁও ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। ৬ বোনের মাঝে মিতু সবার ছোট। সোমবার সন্ধ্যায় প্রেমের সম্পর্কের সুবাদে মিতুর সাথে পাশের গ্রামের এক ছেলে দেখা করতে আসে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ওই ছেলেকে মারধর করে। রাতে মিতুকেও পরিবারের লোকেরা মারধর করে। সকালে মিতুর শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচানো লাশ পাওয়া যায়। 

এদিকে, মাদ্রাসার ছাত্রি মিতুর রহস্যময় মৃত্যু নিয়ে এলাকাবাসীর মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় রহস্য ডালপালা মেলছে।

অপরদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা এলাকা থেকে সোমবার (২৫ মার্চ) পারভিন আক্তার (৪০) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওইদিন দুপুরে লাকসাম থানার এসআই আশরাফুল ইসলাম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এসআই আশরাফুল ইসলাম জানান, ওই এলাকার নজরুল ইসলাম ওরফে গাজিরুল পারভিনের তৃতীয় স্বামী। এ সংসারে তার কোন সন্তান নেই। একাধিক এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হতো। ঘটনার আগেরদিন রাতেও তাদের ঝগড়া হয়। সকাল ৯টায় ঘরের সিলিংয়ের সাথে লাশ ঝুলতে দেখে তার মেয়ে তামান্না (১৬)। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার কর।

লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান বলেন, লাশ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার