Featured

Type Here to Get Search Results !

লাকসামে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমি পাঠশালা


নিজস্ব সংবাদদাতা: 
"মায়ার টানে, মানবিক ডাকে, মানবতার সেবায়" এই স্লোগানে "মায়ার মিছিল" শুরু করেছে মায়ার পাঠশালা। ১ মার্চ শুক্রবার সকালে লাকসাম রেলওয়ে জংশনে পথশিশুদের নিয়ে এই পাঠশালা শুরু হয়। ওইদিন লাকসাম রেলওয়ে জংশনে অবহেলিতভাবে পড়ে থাকা প্রায় অর্ধশতাধিক পথশিশুদেরকে প্রাথমিক পাঠদান দেয়া হয়। পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক শিক্ষার উপরও চবক প্রদান করা হয়।

নতুনরূপে আত্মপ্রকাশ করা এই মানবিক সংগঠন মায়ার মিছিলের মানবিক কার্যক্রম দেখে রেলওয়ে যাত্রী, পথচারী এবং সাধারণ জনগণ মুগ্ধ হন। মায়ার পাঠশালায় বিনামূল্যে বই, স্লেট, চক, ও পড়তে পেরে পথশিশুরাও আনন্দ-উল্লাস করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. নাসরিন বেগম, সাংবাদিক মোজাম্মেল হক আলম, ডা. ইফতেখারুল ইসলাম রুম্মন, কবির আহমেদ স্বাধীন, তৌহিদুল ইসলাম রবিন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তরিকুল ইসলাম রানা, সহ-সভাপতি আমান উল্লাহ নূর, তারেক রহমান, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, সহ-সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক আরিফুল ইসলাম, রমজান রিপন, বিজয় হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক ইমন রাফি, ধর্ম সম্পাদক জিয়াউর রহমান, সহ সম্পাদক সাহাদাত হোসেন, জান্নাতুল মালিহা, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক এবিএম লাবিদ, সহ-প্রচার সম্পাদক ফয়সাল হাসান মানিক, সমাজসেবা সম্পাদক ডি কে মহিন, সদস্য নামজুল হোসেন আবির, নূর মোহাম্মদ, তাহসিন হোসেন, মুন্না হোসেন, তানবির ইসলাম রোমান প্রমুখ।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার