নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জে লাখ টাকা মূল্যের চোরাই গরু ও বাছুর উদ্ধার করেছে পুলিশ।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার জানান, গত ৭ মার্চ দিবাগত রাতে সরসপুর থেকে আবদুল মতিনের এক লাখ টাকা মূল্যের ১টি ধূসর রংয়ের গাভী ও লাল রংয়ের বকনা বাছুর চুরি হয়। পরে প্রযুক্তির সহায়তায় একই এলাকার পিকআপ চালক মুক্তার হোসেনকে (৫২) আটক করে। তার দেয়া তথ্যে চোর চক্রের সদস্য ভাউপুর, মির্জা বাড়ির আব্দুল খালেককে (৬৫) আটক করা হয়। পরে এসআই জিকু শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য হুমায়ুন কবিরের (চড্ডা, পাটোয়ারী বাড়ী) বাড়ি থেকে গরু বাছুর উদ্ধার করে পুলিশ। অভিযানকালে চোর চক্রের মূল হোতা পিকআপ মালিক ভাউপুর মির্জাবাড়ীর নাছির উদ্দিন (৪০) ও হুমায়ুন কবির পালিয়ে যায়।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার বলেন, আটকদের কোর্টে চালান দেয়া হয়েছে। পুরো চোর চক্রটি ধরার জন্য পুলিশ কাজ করছে।