নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জে চোরাই অটোরিকশাসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার খিলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
মনোহরগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে খিলা বাজারের রবিউল অটো গ্যারেজের ভিতর থেকে একটি চোরাইকৃত অটো রিক্সাসহ রবিউল হোসেন ভূঁইয়া এবং তার সহযোগী মোঃ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন।
মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, মান্দারগাঁও গ্রামের মৃত অজিউল্লাহর ছেলে মোঃ লিটন গত ১৬ এপ্রিল সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় তার অটোরিকশাটি বসতঘরের সামনে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ঘুম থেকে উঠে দেখেন অটোরিকশাটি নেই। পরে থানায় অভিযোগ দিলে মনোহরগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে খিলা দক্ষিণ বাজারের রবিউল হোসেন ভূঁইয়ার রবিউল অটো গ্যারেজ থেকে অটোরিকশাটি উদ্ধার করেন। এসময় রবিউল হোসেন ভূইয়াকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে অটো চুরির সাথে জড়িত আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে অটোরিকশার মালিক মোহাম্মদ লিটন বাদী হয়ে উত্তর উলুপাড়ার আবু তাহেরের ছেলে মোঃ রবিউল হোসেন ভূঁইয়া (৩২), সাতেশ্বরের আব্দুল মান্নানের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৮) ও মড়হ গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ সোহেলকে (৩৫) আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে সোহেল পলাতক রয়েছে।
ওসি বলেন, গ্রেফতারকৃত রবিউল ও আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদে জানা যায়- আনোয়ার এবং তাহার সহযোগী পলাতক আসামি সোহেল অটোরিকশাটি চুরি করে রবিউল হোসেনের নিকট বিক্রয় করেন। রবিউল দীর্ঘদিন যাবত বিভিন্ন চোর চক্রের কাছ থেকে কম দামে চোরাই অটোরিকশা ক্রয় করে খিলা বাজারে অটো গ্যারেজে রেখে বেশি দামে বিক্রি করে আসছে।