লাকসাম থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম জানা, লাকসাম পৌরসভার ৯নং ওয়ার্ডের সাতবাড়িয়া মাওলানা আবুল হাশেমের ভাড়াটিয়া মাদকসেবী লাইলীকে (৪২) গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এ সময় মূল মাদক কারবারি সফিক পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতে ওই মহিলা দোষ স্বীকার করলে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পৌর কাউন্সিলর গোলাম রব্বানী। তিনি জানান, এখানে মাদকের ছোবল অনেক আগে থেকেই। আমরা এ বিষবৃক্ষ উপড়ে ফেলার চেষ্টা করছি।
কতিপয় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীর কারণে সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। আমাদের এলাকায় কোনো ধরনের অনৈতিক কাজ হতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।