Featured

Type Here to Get Search Results !

লাকসামে বিশ্ব ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে বিশ্ব ব্যাংকের উদ্যোগে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি'র (টিএলসিসি'র) মাধ্যমে পৌরসভা পরিচালন ব্যবস্থায় এলজিসিআরআরপি বাস্তবায়নে সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) লাকসাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, বিশ্ব ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কো-অর্ডিনেটর সৈয়দ নূর আহম্মদ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লার লাকসাম, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বরুড়া ও নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার মেয়র, প্যানেল মেয়র, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, নগর দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিববৃন্দ অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার