Featured

Type Here to Get Search Results !

ঈদ উপলক্ষে মনোহরগঞ্জের ১৫ হাজার পরিবার পেল ভিজিএফ’র চাল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে ১৫৩ মেট্রিক টন ভিজিএফ'র চাল বিতরণ করা হয়েছে। ১৫৩০৮টি কার্ডধারী উপকারভোগীদের মাঝে ১০ কেজি হারে এ চাল বিতরণ করা হয়। গত সোমবার, মঙ্গলবার ও বুধবার (১, ২, ৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল ও অতিদরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।


চাল বিতরণকালে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ ওয়াসিম। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কামাল হোসেন, আবদুল মান্নান, আশিকুর রহমান হিরন, মফিজুর রহমান, আল আমিন ভূঁইয়া, আলমগীর হোসেন, আবদুল হান্নান হিরণ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও অন্যান্য কর্মকর্তা এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা বলেন, দুঃস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫৩০৮টি কার্ডের বিপরীতে ১৫৩.০৮০ মে.টন চাল বিতরণ করা হয়। কার্ডধারীদের মধ্যে বাইশগাঁও ইউনিয়নে ১৫৫৩টি, সরসপুর ইউনিয়নে ১৫৫৩টি, হাসনাবাদ ইউনিয়নে ১২২৩টি, ঝলম উত্তর ইউনিয়নে ১২২৩টি, ঝলম দক্ষিণ ইউনিয়নে ১৩৪৯টি, মৈশাতুয়া ইউনিয়নে ১৫৫৩টি, লক্ষণপুর ইউনিয়নে ১২২৩টি, খিলা ইউনিয়নে ১৫৫৩টি, উত্তর হাওলা ইউনিয়নে ১৫৫৩টি, নাথেরপেটুয়া ইউনিয়নে ১২২৩টি ও বিপুলাসার ইউনিয়নে ১৩০২টি উপকারী পরিবার ও ব্যক্তি রয়েছেন।


তিনি জানান, যাদের কোন জমি নেই বা ভিটেবাড়ি ছাড়া কোন জমি নেই, উপার্জনশীল কোনো সম্পদ নেই যে পরিবার দিনমজুরের আয়ের উপর নির্ভরশীল, মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, উপার্জন কম পূর্ণবয়স্ক পুরুষ নেই, স্কুলগামী শিশুদের উপার্জন করতে হয়, পরিবারের প্রধান অস্বচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী, পরিবার প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা, পরিবারের প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে চরম খাদ্য ও অর্থ সংকটে পড়েছে, বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার পায়না -এমন পরিবার ও ব্যক্তিদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। 


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির অংশ হিসেবে দুই ঈদে এ চাল বিতরণ করা হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার