মনিরের মায়ের মৃত্যুতে বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের মাঝে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, লাকসাম-মনোহরগঞ্জের সাবেক এমপি কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজীম, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সদস্য আব্দুস সাত্তার পাটওয়ারী (কেন্দ্রীয় দপ্তরের সাথে সংযুক্ত) বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাস এর আহ্বায়ক হাসনরাজা খ্যাত দেশবরেণ্য চলচিত্র অভিনেতা চিত্রনায়ক হেলাল খাঁন, সদস্য সচিব জাকির হোসেন রোকন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব মো. ইউসুফ মোল্লা টিপু, জাতীয়তাবাদী মৎসজীবি দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মোস্তফা জামান, মাহবুব চৌধুরী, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, রেজাউল কাইয়ুম, অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন শোক ও সমবেদনা জানান।
এ ছাড়াও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), কেন্দ্রীয় জাসাস'র সদস্য মাকসুদুর রহমান টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলন, সদস্য সচিব নাসির উদ্দিন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার নুরেন্নেছা বিবির মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মোসা. নুরেন্নেছা বিবি (৯২) ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় লাকসাম পৌরসভার নশরতপুর নিজবাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।