নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা ও সূর্যমুখীর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে ওইদিন ১৫০ জন কৃষকের মাঝে সরিষা, ২০ জন কৃষককে ভুট্টা এবং ২০ জন কৃষকের মাঝে এক বিঘা জমিতে আবাদযোগ্য বীজ ও সার বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কৃষি অফিসার (এএইও) মোঃ শাহাদাত হোসেন, এসএপিপিও আলি আহমেদসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণিবৃন্দ।