Featured

Type Here to Get Search Results !

৫ মিনিটের মাথায় বিদ্যুৎ স্পর্শে শিশু ও ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে মাত্র ৫ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে বিদ্যুৎ স্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮:৪০ ও ৮:৪৫টায় লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ মাহির খালু গোলাপ হোসেন জানান, সকাল পৌনে ৯টায় পরিবারের অন্যান্যরা ঘরে নাস্তা খাচ্ছিলেন। এ সময় মোহাম্মদ মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে মোটরের সাথে আটকে যায়। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) এসে স্পর্শ করলে তাকেও  বিদ্যুৎ স্পর্শ করে। তার চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে মাহিকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত মোহাম্মদ মাহি রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

অপরদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎ স্পর্শে মোঃ সামসুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্নে ওই ব্যবসায়ীর মুদি ও চা দোকানের পেছনে এ ঘটনা ঘটে।

দোকানের পাশের বাড়ির জাহাঙ্গীর আলম জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় অটো রিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামছু বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সামছুর রহমান ওই ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে, মেঝো মেয়ে নবম শ্রেণিতে পড়ে।

ওই দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার