Featured

Type Here to Get Search Results !

লাকসামে বেড়েছে চুরি-চামারি: জনমনে আতঙ্ক

 

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে বৃদ্ধি পেয়েছে চুরি-চামারী। দরজার লক ভেঙ্গে দিনদুপুরে প্রবাসীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, দোকানের মালামাল চুরির ঘটনা ঘটছে। কিছুদিনের ব্যবধানে চুরি হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেলও।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের রায়পুর বাজারে আরাফা-আদনান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালামাল চুরির ঘটনা ঘটে। ওয়ার্কশপের মালিক মোঃ শাকিল জানান, বৃহস্পতিবার রাতে ওয়ার্কশপ বন্ধ করে সে বাড়ি চলে যায়। শুক্রবার বন্ধ ছিল। শনিবার (২৫ মে) সকালে এসে দোকান খুলে দেখেন বক্সের ভিতরে রাখা প্রায় ৩০ হাজার টাকা মূল্যের তিনটি গ্র্যান্ডিং মেশিন ও কাজ করার প্রায় একশ কেজি ওজনের লোহার পাট্টাটি নেই।

ওয়ার্কশপের সাথের চা দোকানদার ও পাশের বাড়ির নুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাতাস বইছিল। এ সময় টিনের ঘর্ষণের শব্দ শুনে গেইটের শব্দ মনে করে গেইট পরখ করি। গেইট ঠিক আছে দেখে বুঝতে পারি বাইরে শব্দ হয়েছে। এখন ধারণা করছি, তখনই শাকিলের ওয়ার্কশপে চুরি হয়েছে।

এলাকাবাসী আরো জানান, গত ৩/৪ দিন আগে রায়পুর পশ্চিম হাজী বাড়ির ব্যবসায়ী জসিমের বাড়িতে চুরি হয়। এছাড়াও ওই গ্রামের আবু ইউসুফ ও আবুল হাশেমের বাড়িতে চুরি হয়। চোরেরা ওই তিনটা ফ্যামিলির তিনটি মোটর, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, হাড়ি-পাতিল, চাল-ডাল, হাঁস-মোরগসহ অন্যান্য তৈজসপত্র ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

প্রায় প্রতিদিনই এলাকার কোথাও না কোথাও চুরি হচ্ছে। এতে শংকিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা।

এদিকে, গত ৬ মে লাকসাম পৌর ভবনের বিপরীতে সুখের নীড় নামে ওবায়দুল্লাহর ভবনের তৃতীয় তলায় দিনদুপুরে দরজার তালা ভেঙে প্রবাসীর বাসায় চুরি সংঘটিত হয়। ওই প্রবাসীর স্ত্রী তার বাচ্চাকে স্কুলে নিয়ে যায়। ফিরে এসে দেখেন দরজার লক ভাঙ্গা। চোরেরা প্রবাসীর বাসায় থাকা  স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নগদ টাকা, ল্যাপটপসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার