Featured

Type Here to Get Search Results !

লাকসামে ৩ দিনব্যাপী গাভী পালন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: 'উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে পল্লী জীবিকায়ন প্রকল্পের ৩য় পর্যায় বিআরডিবি'র ‌আয়োজনে ৪০ জন খামারিকে গাভী পালন প্রশিক্ষণ ও চেক দেয়া হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৪০ জন খামারিকে নিয়ে ১৪ মে থেকে ১৬ মে (বৃহস্পতিবার) পর্যন্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (১৬ মে) বিআরডিবির পল্লী উন্নয়ন দলের সুফলভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিআরডিবি উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম. রকিবুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, প্রকল্প কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার