ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিন শাখার সভাপতি নুরুদ্দিন হামিদী, ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি সৈয়দ জামাল উদ্দিন, সহ-সভাপতি সালাউদ্দিন সিহাব, সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক নুর আলমসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।
বক্তারা বাংলাদেশ সরকারকে ইসরাইলের পক্ষ ত্যাগ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশের পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরাইল' শব্দকে পুনরায় প্রতিস্থাপন করার দাবি জানান। এছাড়া ফিলিস্তিনে নিরপরাধ নারী-পুরুষ ও শিশুদের শিশুদের উপর ইজরায়েলের অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।