Featured

Type Here to Get Search Results !

ঘাতক গ্রেপ্তার: পরিচয় মিলল নিহত যুবকের


নিজস্ব প্রতিবেদক: 
কুমিল্লার লাকসামে গলা কেটে হত্যা করা যুবকের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম আবু হানিফ (৩০)। সে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার চান্দগড়া হাজী আবুল হাশেমের বাড়ীর আলী আকবরের ছেলে। অপরদিকে, ঘাতক মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে নিহতের ঠিকানা লাকসামের নৈরপাড় বলে জানালেও পরে নাঙ্গলকোটের চান্দগড়া বলে শনাক্ত করে পুলিশ।

উল্লেখ্য, শনিবার (২৫ মে) দুপুরে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুরে স্কুলের পিছনে মালেক মেম্বারের বাড়িতে অটোরিকশা চালক মোঃ আবু হানিফকে দা দিয়ে গলা কেটে দেয় মতিন মেম্বারের ছেলে মনির হোসেন (৩৮) ও তার মা মঞ্জুমা বেগম। পরে ৯৯৯ এ সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ হানিফকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

অভিযুক্ত মনির হোসেন উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড়ের আব্দুল মতিন মেম্বারের ছেলে। বর্তমানে সে গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মালেক মেম্বারের বাড়িতে তার মাসহ বসবাস করে। 

মনির হোসেনের বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে। মাদকজনিত কারনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।

লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান জানান, অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার