Featured

Type Here to Get Search Results !

লাকসামে পাশাপাশি চারটি ভবনে অভিনব চুরি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌর শহরে ৫০ গজের মধ্যে পাশাপাশি চারটি ভবনে অভিনব চুরি সংগঠিত হয়েছে। পৌর ভবনের বিপরীতে দুবাই টাওয়ার, শেখ ফরিদের ভবন, সুখের নীড় ও লাসভেগাস কটেজে এই চুরি সংগঠিত হয়। মঙ্গলবার (২৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ চুরির ঘটনাগুলো ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ভবনগুলোতে তেমন নিরাপত্তা ব্যবস্থা নেই। বাসা খালি রেখে বাইরে গেলে বিশেষ কায়দায় দরজার তালা ভেঙে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোর চক্র।

দুবাই টাওয়ারের দোতলায় ভাড়া থাকেন প্রবাসী শাহাদাত হোসেন। মঙ্গলবার বেলা ১১টায় পরিবার নিয়ে তিনি গ্রামের বাড়ি মনোহরগঞ্জের সরসপুর যান। দুপুর ১২টায় ওই ভবনের দারোয়ান আবুল খায়ের (৬৫) দুপুরের খাবার খেতে কাদ্রা বাড়িতে যান। ১টার দিকে ফিরে এসে দেখেন প্রবাসীর বাসার দরজার তালা ভাঙা। খবর পেয়ে প্রবাসী ছুটে এসে দেখেন, সৌদি থেকে আনা অর্ধ লক্ষ টাকার প্রসাধনী সামগ্রী, প্রায় ৩০ হাজার টাকা মূল্যের সৌদি রিয়াল চুরি হয়। এসময় ঘরের আসবাবপত্র তছনছ করে চোর চক্র।

প্রবাসী শাহাদাত হোসেন বলেন, প্রায় বছর খানেক আগে একই বাসা থেকে নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় চোর চক্র।

এদিকে, কয়েক মাস আগে একই ভবনের তৃতীয় তলায় এক নারী পুলিশ সদস্যের বাসা থেকে ল্যাপটপসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।

পাশের শেখ ফরিদের ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকেন ব্যবসায়ী শাহজাহান কবির ও তার স্ত্রী সরকারি চাকুরে শিল্পী বেগম। সকাল সাড়ে ৯টায় বাসায় তালা লাগিয়ে তারা কর্মস্থলে চলে যান। বিকেল সাড়ে পাঁচটায় ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখেন আলমিরা, শোকেস খোলা, বিছানা-আসবাবপত্র তছনছ করা। চোর চক্র আলমিরা থেকে ১৫ হাজার টাকা মূল্যের একটি ব্রেসলেট নিয়ে যায়। 

গৃহকত্রী শিল্পী বেগম জানান, কয়েক মাস আগে আলমিরা, শোকেস, ওয়াড্রব ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ-টিভি, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়। তাই শোকেসের উপরে চাবি রেখে গেছি। চাবি দিয়েই তালা খুলেছে। আলমিরা-শোকেস-ওয়াড্রপ নষ্ট করেনি। গতবার এগুলো ঠিক করতে অনেক টাকা নষ্ট হয়েছে!

এ ভবনের লাগোয়া সুখের নীড় নামে প্রবাসী ওবায়েদ উল্লাহর ভবনের ষষ্ঠ তলায় ভাড়া থাকেন রিদিশা ফুড এন্ড বেভারেজের এরিয়া ম্যানেজার মোঃ মিলাদুন্নবী। সকাল সাড়ে সাতটায় দরজায় তালা লাগিয়ে কাজে বেরিয়ে যান। বিকেলে এসে দেখেন তালা ভেঙে লাখ টাকা মূল্যের একটি এইচপি ল্যাপটপ নিয়ে যায় চোর চক্র।

একই ভবনের তৃতীয় তলায় চলতি মাসের প্রথম সপ্তাহে প্রবাসীর বাসায় দিনদুপুরে চুরি হয়। প্রবাসীর স্ত্রী নারগিছ সুলতানা জানান, ওইদিন সকালে তিনি বাচ্চাকে স্কুলে নিয়ে যান। ১১টার দিকে ফিরে এসে দেখেন দরজার তালা ভেঙে চোরেরা নগদ ১৭ হাজার টাকা, একটি এইচপি ল্যাপটপ,  দুটি মোবাইল ফোনসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

সুখের নীড় ভবনে সিসিটিভি ক্যামেরা কিংবা দারোয়ান নেই। ভবনের মালিক প্রবাসী ওবায়েদ উল্লাহর স্ত্রী জানান, সিসিটিভি-দারোয়ান না থাকার শর্তে আমরা ভাড়া দিয়েছি। গেইটের তালার চাবি সকল ভাড়াটিয়াকে দিয়ে বলেছি যাতে তালা লাগিয়ে রাখে।

পাশাপাশি লাসভেগাস কটেজের মালিক মাষ্টার মহরম আলী মজুমদারের মেয়ে জামাই। এ বাসার ষষ্ঠ তলায় ভাড়া থাকেন ডাক্তার শামীম। সকাল ১১টায় খবর পেয়ে এসে দেখেন বিছানা-আসবাবপত্র তছনছ করে চোর চক্র। তারা ওয়াড্রপ-আলমিরা-ড্রেসিং টেবিল ভেঙে ফেলে। এ সময় প্লাস্টিকের ব্যাংকে জমানো ৫/৬ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

জানা গেছে এ ভবনেও দারোয়ান নেই, সিসিটিভি ক্যামেরা থাকলেও অকেজো। ভবনের মালিক দাবি করে মাষ্টার মহরম আলী মজুমদার বলেন, 'দারোয়ান রাখবো কেন! আমিতো যথেষ্ট। সিসিটিভি আমি চালাতে পারি না। ক্যামেরা কাজ করে না।'

ভবনগুলোতে সিসিটিভি ক্যামেরা কিংবা দারোয়ান না থাকায় ভাড়াটিয়ারা বিষোদগার করলেও ভবনের মালিকরা কর্ণপাত করছেন না। বাসাবাড়ির নিরাপত্তার বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অপরদিকে, কান্দিরপাড় ইউনিয়নের রায়পুর বাজারে আরাফা-আদনান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ৩০ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটে। 

একইদিন ওই গ্রামের আব্দুর রহমান তার জমিতে দেয়া বেশ ক'টি বড় সাইজের সিমানার পিলার ও বাঁশের বেড়া রাতের আঁধারে তুলে নিয়ে যায় চোর চক্র।

এর ৩/৪ দিন আগে রায়পুর পশ্চিম হাজী বাড়ির ব্যবসায়ী জসিমের বাড়িতে চুরি হয়। এছাড়াও ওই গ্রামের আবু ইউসুফ ও আবুল হাশেমের বাড়িতে চুরি হয়। চোরেরা ওই তিনটা পরিবারের তিনটি পানির মোটর, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, হাড়ি-পাতিল, চাল-ডাল, হাঁস-মোরগসহ অন্যান্য তৈজসপত্র ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। 

এসব চুরির ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন খান।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার