Featured

Type Here to Get Search Results !

লাকসামকে প্রাথমিক শিক্ষার মডেল হিসেবে গড়ে তুলতে চান নবাগত শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন মজুমদারকে ফুল দিয়ে বরণ করে নিলেন, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষক প্রশিক্ষক (ইনস্ট্রাক্টর) ফখরুল কবির, উপজেলা  সহকারী শিক্ষা কর্মকর্তা খাজা মাইনুদ্দিন, রবিউল আলম, নিজাম উদ্দিন, ওমর ফারুক, সুমন দেবনাথ।

শিক্ষা কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করেন, গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম মজুমদার, এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছেরাজুম মুনির, উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমা ঘোষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ সাহা, উত্তর পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ, দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাহা, হামিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক আমির হোসেন, শাহজাহান, ফারুক আহমেদ, সাইফুল ইসলামসহ উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।বরণ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় লাকসামকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন মজুমদার। এ সময় তিনি উপজেলা প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয়সমূহের সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের নিয়ে মাসিক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার