Featured

Type Here to Get Search Results !

লাকসামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রেলওয়ে ও কৃষ্ণপুর স্কুল দল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

খেলায় ট্রাইবেকারে ভাকড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৪-৩ গোলে হারিয়ে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, ভাকড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ৪-০ গোলে হারিয়ে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে ও এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার প্যানেল মেয়র খলিলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খাজা মাইনুদ্দিন, রবিউল আলম, নিজাম উদ্দিন, ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন, বাতাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছেরাজুম মনির শাহ, উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমা ঘোষ, কুন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কল্যাণ সাহা, রেলওয়ে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, সহকারী শিক্ষক ফারুক আহমেদ, মোহাম্মদ শাজাহান, সাইফুল ইসলামসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইউসুফ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন, সহকারী শিক্ষক অহিদ উল্লাহ, মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর হোসেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার