Featured

Type Here to Get Search Results !

লাকসামে সরকারি চাল আত্মসাতের ঘটনায় বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ৯৯৯ এ কল পেয়ে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্য বান্ধব ডিলার রবিউল হোসেন রবু চাচীর ঘর থেকে ৩৫০ কেজি চাল উদ্ধার করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

রবিউল হোসেন রবু (৪২) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক (কালাম গ্রুপ)। সে গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।

স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামসহ একাধিক লোক জানান, সন্ধ্যায় একই পাড়ার দুর্সম্পর্কীয় এক চাচীর ঘরে ধান বলে চালগুলো রেখে যান রবিউল হোসেন রবু। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ৯৯৯ এ কল করেন। এ সময় রিকশা চালক সফিকুর রহমানকে আটক করে এলাকাবাসী। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে রবিউল চালগুলো বিতরণ না করে অবৈধভাবে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসে বলে স্বীকার করেন।
একই গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আমাদের দলে কোন দুস্কৃতিকারী, চোর, অন্যের সম্পদ আত্মসাৎকারীর স্থান নেই। আমরা নেতৃবৃন্দকে ঘটনাটি জানিয়েছি। তার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার