-গাজীমুড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অধ্যাপক ডঃ সৈয়দ সরওয়ার সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র লক্ষ্য ছিল ইসলামী হুকুমত কায়েম করা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর একমাত্র চাওয়া হচ্ছে এদেশে কুরআনের রাজ প্রতিষ্ঠা করা। যুগে যুগে নবী রাসূলরাও এ একই লক্ষ্যে কাজ করে গেছেন। তাদের দাওয়াত ছিল আল্লাহর উপর ঈমান আনা, তাগুতকে বর্জন করা। আর ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, যত মত আছে, যত আদর্শ আছে- জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, পূঁজিবাদ, বৌদ্ধবাদ, ইহুদিবাদ খৃষ্টবাদ সবই তাগুত। জাহিলিয়াত কখনো মুসলমানের আদর্শ হতে পারে না, জাতীয়তাবাদ কখনো মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমানের একমাত্র আদর্শ হচ্ছে ইসলাম। রাসুল স. তাঁর সিরাতে এই আদর্শ বাস্তবায়ন করেছেন। তিনি ইসলামি হুকুমত কায়েমের আগে লোক তৈরি করেছেন। বিগত ৮০ বছর জামায়াতে ইসলামী লোক তৈরি করছে। 'ইসলামী রাজনীতি ফরজ' -এদেশের আলেম-ওলামাদের এ কথা বুঝাতে জামায়াতে ইসলামীর ৫০ বছর লেগেছে। আলহামদুলিল্লাহ আজ এ দেশের ৯০ ভাগ আলেম-ওলামা মনে করেন যে, ইসলামী আন্দোলন করা ফরজ।
ডঃ সরওয়ার বলেন, আজকে আমাদের সমাজে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী শব্দ দুটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। যারা সিরাতুন্নবী করে তারা নাকি মিলাদুন্নবী মানে না। আর যারা মিলাদুন্নবী করে তারা নাকি সিরাতুন্নবী মানে না। আসলে আরবি ভাষার প্রতি আমাদের দুর্বলতার কারণে এ সমস্যা প্রকট। মিলাদুন্নবী মানে রাসূল সাঃ এর জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন্নবী মানে রাসুল সাঃ এর জীবন বৃত্তান্ত। আমরা যখন রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব তখন তাঁর জন্ম বৃত্তান্ত আসবেই। কারণ তাঁর জন্ম বৃত্তান্ত জীবন বৃত্তান্তেরই অংশ। তবে রাসুল সাঃ এর একজন অনুসারী হিসেবে তাঁর জীবন বৃত্তান্ত আমাদের জানা উচিত। কারণ ততক্ষণ পর্যন্ত আমি খাঁটি মোমিন হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না স্রষ্টার পরে সৃষ্টির মধ্যে রাসুল সাঃ কে অধিক মহব্বত না করতে পারি, তাঁকে বেশি ভালো না বাসি।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌরসভার গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিরাতুন্নবী সঃ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী উপরোক্ত কথাগুলো বলেন।
জামায়াতের ৭নং ওয়ার্ড আমীর সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারী মহিউদ্দিন সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ, গাজীমুড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রাফসানুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন।
পরে প্লাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।