নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নাছির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোগাইয়া চাঁদপুর গ্রামে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নাছির উদ্দিন মজুমদার বলেন, ফ্রি চিকিৎসা সেবার মাধ্যমে আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হল। আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ নানাবিধ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। মহান আল্লাহকে খুশি করার জন্য আর্ত মানবতার সেবায় আমাদের এ ফাউন্ডেশন সব সময় কাজ করে যাবে ইনশাল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লাকসাম মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফুর রহমান জুয়েল, হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা সভাপতি মাওলানা ইউসুফ, মাওলানা মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক শহীদুল ইসলাম শাহীন।
ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে দিনব্যাপী চিকিৎসা সেবা দেন, মেডিসিন, মা ও শিশু, চর্ম ও যৌন বাত ব্যথা রোগের চিকিৎসক ডাঃ মুশফিকুর রহমান ফুয়াদ, মা-শিশু, চর্ম-এলার্জি, স্ত্রী-প্রসূতি ও গাইনী রোগের চিকিৎসক ডাঃ হুমায়রা রহমান ফারিহা, মেডিসিন, ডায়াবেটিস, বক্ষব্যাধি, স্ট্রোক, মা ও শিশু, চর্ম ও যৌন, হাড় ভাঙ্গা ও জোড়া, কোমড় ব্যথা রোগের চিকিৎসক ডাঃ রাজেশ্বর রায়। চিকিৎসা ফ্রি চিকিৎসা অবস্থাপত্র ছাড়াও রোগীদের মাঝে এন্টিবায়োটিক, ভিটামিন, ব্যথানাশকসহ ২৪ ধরনের ঔষধ বিতরণ করা হয়।