নিজস্ব প্রতিবেদক: ‘সুস্থতার আস্থায় বিশ্বস্ত প্রতিষ্ঠান’’ এ শ্লোগানকে সামনে রেখে সুস্থতার আস্থায় বিশ্বস্ততার প্রতিশ্রুতি নিয়ে লাকসাম গ্রীন লাইফ হসপিটালের যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লার লাকসাম পৌরশহরের নোয়াখালী রেল গেইট সংলগ্ন উত্তর বাইপাসের ইতিলিয়ান টাওয়ারে হসপিটালের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম গ্রীন লাইফ হসপিটালের চেয়ারম্যান আলহাজ মোঃ আবদুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য সেবায় নতুন রুপে লাকসাম গ্রীন লাইফ হসপিটাল যাত্রা শুরু করেছে। স্বাস্থ্য সেবায় এ হসপিটাল অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ার হোল্ডারগণ ব্যবসার মানসিকতায় নয় বরং মানব সেবার ব্রত নিয়ে এ হসপিটালের কার্যক্রম পরিচালনা করবেন। সততার সাথে এ মানবিক ব্যবসা পরিচালনার মাধ্যমে, রোগীদের সেবার মধ্য দিয়ে আখেরাতের কল্যাণ এবং ব্যবসায়ীক সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মাওলানা মোঃ সহিদ উল্ল্যাহ, হসপিটালের ব্যবস্থাপনা পরিচলক মোঃ ইকবাল হাফিজ, পরিচালক ডাঃ রায়হানুল হক রুমি, ভাইস চেয়ারম্যান ডাঃ কবির আহমেদ, মোঃ সফিকুর রহমান, মোঃ আলী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হসপিটালের কর্মকর্তা, কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ফরিদুল হক।