নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে লাকসামের সকল শ্রেনী-পেশার মানুষের সুখ-দুঃখের সারথী হিসাবে পরিচিত হয়ে ওঠে। কিন্তু গত ১৬ বছরে পরিকল্পিতভাবে লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সম্পদ ও অর্থ লুটপাট করে ধ্বংস করে দিয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা। এ প্রতিষ্ঠানের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা সঠিক তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজদের বের করবো। এক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (৬ অক্টোবর) লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে কথাগুলো বলেন, নব নির্বাচিত চেয়ারম্যান এবং কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
তিনি আরো বলেন, আমরা ঐতিহ্যের লাকসামকে সুন্দর করে সাজাতে চাই। এক্ষেত্রে সকল নাগরিককে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি দুর্নীতিবাজদেরকে বয়কট করতে হবে।
ওইদিন চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট বদিউল আলম সুজন, ভাইস চেয়ারম্যান হিসাবে গোলাম ফারুক, সদস্য হিসাবে যথাক্রমে- সাখাওয়াত হোসাইন, নুরুল ইসলাম, একেএম জাফর উল্লাহ ও সাজ্জাদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা সমবায় অফিসার শাহজাহান মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বদরুল ইসলাম, সাবেক উপজেলা পল্লী উন্নয়ন অফিসার খোরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তা এবং উপজেলার সমবায় সমিতি সমূহের নেতৃবৃন্দ।
পরে দায়িত্ব গ্রহণকৃত লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও সমবায় সমিতির নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।