নিজস্ব প্রতিবেদক: আরো বড় পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের অন্যতম ট্যুরিজম কোম্পানি রেনেসেন্স হলিডেজ'র নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) মিলাদ মাহফিল, আলোচনা সভা ও ফিতা কাটার মধ্য দিয়ে ঢাকার মহাখালী ডিওএইচএস রোড-২৩, বাড়ি-১৬২, লেভেল-৭ এ কার্যালয়টি উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেন, রেনেসেন্স গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান হোসাইন, ম্যানেজিং ডিরেক্টর বেলাল হোসাইন তালুকদার, সিইও আরাফাত আল মাহমুদ, রেনেসেন্স এডুকেয়ারের ডিএমডি মোহাম্মদ নাসির হোসেন এবং রেনেসাঁ মার্টের মার্কেটিং ডিরেক্টর মোহায়মিন বিন সাদিক।
এ সময় কোম্পানির অন্যান্য কর্মকর্তা, স্টাফ, সুধী, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বেলাল হোসাইন তালুকদার জানান, রেনেসেন্স হলিডেজ ট্রাভেল এজেন্সি হিসেবে মানুষের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা অর্জনে বদ্ধ পরিকর। নিখুঁত এবং নির্ভুলভাবে ট্যুরিস্ট ভিসা, সাশ্রয় মূল্যে এয়ারটিকেট, কোয়ালিটি ট্যুর প্যাকেজ, মানসম্মত হোটেল বুকিং এবং উমরাহ সহ সকল ট্যুরস এন্ড ট্রাভেলসের কার্যক্রম দীর্ঘদিন যাবত সুনামের সাথে পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় রেনেসেন্স হলিডেজ'র কার্যক্রম আরো বড় পরিসরে সম্পাদনের জন্য আজ নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।