Featured

Type Here to Get Search Results !

'পুলিশ ভেরিফিকেশন' থাকছে না!

জাগো লাকসাম ডেস্ক: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানিয়েছেন, সরকারি চাকরিসহ সকল ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হবে।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না। পাসপোর্টেও থাকবে না।

এছাড়া দলীয় ভিত্তিতে ক্যাডার পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি উপসচিব থেকে ওপরের পদে পিএসসির পরীক্ষার মাধ্যমে পদোন্নতি হবে। আর যে কোটা ছিল, তা ৫০ শতাংশ করে রাখা হবে। প্রশাসন ক্যাডারে ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারে ৫০ শতাংশ।

কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, “পুলিশ ভেরিফিকেশন এখন আর কোথাও প্রয়োজন হবে না, এমনকি এয়ারপোর্টেও নয়। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে এবং এটি নিশ্চিতে পুলিশ ভেরিফিকেশন আর বাধা হয়ে দাঁড়াবে না।”

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার