Featured

Type Here to Get Search Results !

পশ্চিমগাঁয়ে তাফসিরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক: লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও সমাজকল্যাণ পরিষদের ব্যানারে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

মাহফিলে প্রধান মোফাচ্ছির ছিলেন, বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা শাইখ মুহাম্মাদ জামাল উদ্দিন।

পশ্চিমগাঁও সমাজকল্যাণ পরিষদেরং সভাপতি দেওয়ান মাহবুব-ই ছোবহানী খোকনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের সহ-সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী। 

মাহফিলে বিশেষ ওয়ায়েজিন ছিলেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ আল কাফী।

৬নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা আখতার হোসেন আজাদীর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহিদ উল্যাহ, সহ-সেক্রেটারি মাস্টার একেএম শাহআলম, মোঃ নুরে আলম, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি মুহাম্মদ আবুল কালাম, ২নং ওয়ার্ডের আমীর অধ্যাপক আবদুল কাহহার, ৭নং ওয়ার্ডের আমীর মোঃ সাইফুল ইসলাম খোকন, ৩নং ওয়ার্ডের সভাপতি মাস্টার আব্দুর রহমান, ৪নং ওয়ার্ডের সেক্রেটারি মুহাম্মদ ফয়সাল মুনসী, ইসলামী ব্যাংক লাকসাম শাখার ব্যবস্থাপক মোঃ সানাউল্লাহ, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, লাকসাম পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ মাঈনউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম তুহিন, আবু বকর জাহিদ, জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, পৌরসভা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রিফাত হোসেনসহ শত শত মুসুল্লি। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন, সুরক্ষা সিটির এমডি আসাদুজ্জামান ভুট্টু।

তাফসিরুল কোরআন মাহফিল শেষে দেশবরেণ্য ইসলামী সংগীত শিল্পী মশিউর রহমান ও স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার