Featured

Type Here to Get Search Results !

অটোরিকশা চাপায় শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে অটোরিকশা চাপায় রুমাইসা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে পৌরসভার নবগ্রামের মোঃ নেছার উদ্দীনের মেয়ে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মহাসড়কের নতুন রাস্তার স্কাইল্যাব হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্র জানায়, নবগ্রাম মধ্যমপাড়া থেকে রুমাইসা আক্তার তার মা খালেদা আক্তারের সাথে ডাক্তার দেখাতে চৌদ্দগ্রাম স্কাইল্যাব হাসপাতালে যায়। ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরার পথে রাস্তা পারাপারকালে মহাসড়কে অটোরিকশা চাপায় রুমাইসা গুরুতর আহত হয়। চৌদ্দগ্রাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পথে সে মারা যায়। 

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি জসিম উদ্দীন জানান, মহাসড়কে অটোরিকশা চাপায় নিহত শিশুর পরিবারের অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার