Featured

Type Here to Get Search Results !

রাতের আঁধারে শীতার্তদের কম্বল পৌঁছে দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে রাতের আঁধারে শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিলেন, কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলামসহ কয়েকজন কর্মচারী নির্বাহী কর্মকর্তাকে কম্বল বিতরণে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ওইদিন উপজেলা পরিষদ চত্বর, কয়েকটি স্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষমাণ রিকশা চালক, বাজারে আসা অসহায় পথচারী ও লাকসাম রেলওয়ে জংশনে শুয়ে থাকা ভবঘুরে ও শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দেন।

ইউএনও কাউছার হামিদ জানান, সরকারি নির্দেশনায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের তত্ত্বাবধানে জেলাব্যাপী শীতার্ত গরিব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এলাকার গরীব, ছিন্নমূল, অসহায় ও খেটে খাওয়া মানুষজন যাতে শীতে কষ্ট না পায় সে বিষয়টি মাথায় রেখে রাতেই কম্বলগুলো শীতার্তদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।  পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দেয়া হবে।

তিনি বলেন, সরকার সঠিক সময়ে, সুষ্ঠুভাবে অসহায় শীতার্তদের শীত নিবারণের উদ্যোগ নিয়েছেন। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার