নিজস্ব প্রতিবেদক: পেরুল সবুজ ক্লাব আয়োজিত মিনিবার প্রাইজমানি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৪'র ফাইনাল খেলা শনিবার (৩০ নভেম্বর) পূর্ব পেরুল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে লাকসাম ব্যাটারি হাউস ফুটবল ক্লাব ও বরুড়া ফুটবল টিম প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় লাকসাম ব্যাটারি হাউস ফুটবল ক্লাব ২-০ গোলে বরুড়া ফুটবল টিমকে হারিয়ে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধে বরুড়া ফুটবল টিম এক গোলে এগিয়ে যায়। কিন্তু খেলার ৩ মিনিট বাকি থাকতে লাকসাম ব্যাটারি হাউস ফুটবল ক্লাব গোল পরিশোধ করলে খেলা পেনাল্টিতে গড়ায়। পেনাল্টিতে লাকসাম ব্যাটারি হাউস ফুটবল ক্লাব ২-০ গোলে জয়লাভ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন লাকসাম ব্যাটারি হাউস ফুটবল ক্লাবের গোলকিপার মোঃ আহনাফ জাওয়াদ আবীর।







.jpg)


