নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বৃহত্তর লাকসাম উপজেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোশাররফ হোসেন চৌধুরী কাঞ্চনের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী বুধবার। ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
রাজনৈতিক জীবন ও অবদান: ১৯৪৮ সালে জন্মগ্রহণ করা মোশাররফ হোসেন চৌধুরী কাঞ্চন কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার একজন সুপরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তৎকালীন ‘জাগো দল’ থেকে তিনি রাজনীতি শুরু করেন। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে যুক্ত হন এবং বৃহত্তর লাকসাম উপজেলা (লাকসাম ও মনোহরগঞ্জ) বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। লাকসাম ও আশপাশের এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও এতিমখানা প্রতিষ্ঠার সঙ্গে তিনি জড়িত ছিলেন। জীবনের শেষ সময়েও তিনি ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় কর্মকাণ্ডে সময় দেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি: তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) লাকসামে বিশেষ দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেবেন।
পরিবারের পক্ষ থেকে তার ছেলে মইনুল হোসেন চৌধুরী হেলাল মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন। পরিবারের সদস্যরা বলেছেন, মোশাররফ হোসেন চৌধুরী কাঞ্চনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।