Featured

Type Here to Get Search Results !

হেলপার নিহত: নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে


নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ‍্যান পুকুরে পড়ে সায়মন (১৪) নামে হেলপার নিহত হয়েছে। সে নাঙ্গলকোটের পুজকরা এলাকার মৃত সুমন মিয়ার ছেলে। এ ঘটনায় চালকসহ ৪ আরো জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোবিন্দপুরের দোখাইয়া গ্রামে।

দোখাইয়া গ্রামের মুস্তাফিজুর রহমান জানান, ওইদিন বিকেলে পিকআপ ভ্যানে বেপারিদের গরু এনে স্থানীয় আশিরপাড় বাজারে নামিয়ে চালক মনির হোসেন (৩৮) গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। দোখাইয়া শাহীনদের বাড়ির সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।

স্থানীয় লোকজন আরো জানায়, এ সময় পিকআপ ভ্যানে থাকা হেলপারসহ ৬ জন পুকুরে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ৫ জনকে জীবিত উদ্ধার করলেও চালক মনির হোসেনের শ্যালক হেলপার সায়মনকে সমস্যা অবস্থায় উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পিতৃহীন সায়মন বোনের বাড়িতে থেকে দুলাভাইয়ের পিকআপ ভ্যানের হেলপারি করতো। আহতদের একজনকে গুরুতর অবস্থায় কুমিল্লায় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।


লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পুকুরে হতাহতদের খোঁজে তল্লাশি চালায়। পরে জানতে পারি স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আমরা হতাহত কাউকে পাইনি।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম জানান, বিকেল সাড়ে চারটায় সায়মনকে হাসপাতালে আনা হলেও এর আগেই তার মৃত্যু হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার