Featured

Type Here to Get Search Results !

৭ম খেলায় ট্রাইবেকারে জয় পেল মাইজদী

লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের আয়োজনে ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের ৭ম দিনে কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর ফুটবল একাডেমি ও মাইজদী স্টার ফুটবল একাডেমির খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে প্রথম ও দ্বিতীয় ট্রাইবেকার ড্র হয়। তৃতীয় ট্রাইবেকারে জয় পায় মাইজদী স্টার ফুটবল একাডেমি। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মাইজদী স্টার ফুটবল একাডেমির গোলকিপার ফিরোজ।

সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন, লাকসাম জংশন বাজার ব্যবসায়ী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, আপ্যায়ন সম্পাদক আবুল হোসেন বাবুল, সমাজ কল্যাণ ওমর ফারুক, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। নানা বয়সের শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, কাজী ইব্রাহীম খলিল। সহকারী হিসেবে ছিলেন, জাহাঙ্গীর আলম ও সোহেল ভুইয়া। ফোর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, রাসেল আহমেদ।

টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল অংশগ্রহণ করছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় একই ভেন্যুতে লালমাইয়ের ভুশ্চি আব্দুল্লাহ ফুটবল একাডেমি ও চট্টগ্রাম সেভেন স্টার ক্লাবের মধ্যকার নকআউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার