নিজস্ব প্রতিনিধি: ‘মনোরম পরিবেশে, উন্নত চিকিৎসা সেবার প্রত্যয়ে’ কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া বাজারে ‘নাথেরপেটুয়া মডার্ণ হসপিটাল’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেলে মিলাদ ও দোয়ার মাধ্যমে হসপিটালটালের কার্যক্রম উদ্বোধন করা হয়।
হসপিটালের চেয়াম্যান ডাক্তার মমিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হসপিটালের ভাইস চেয়ারম্যান ডাক্তার মনির হোসেন সাদ্দাম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান, উপদেষ্টা মোঃ আলী হোসেন রুবেল, নির্বাহী পরিচালক মোঃ আবু নোমান ও মোঃ মনির হোসেন, বরল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিন্টু, কুমিল্লা রয়েল হাসপাতালের পরিচালক মিজানুর রহমান, নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন, মুফতি নজরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু বকরসহ হসপিটালের পরিচালকগণ, গ্রাম ডাক্তার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ইউসুফ ফারুকী।
এর আগে এটি মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার হিসেবে পরিচালিত হতো। উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এটি হসপিটালে রুপান্তর করা হয়।
হসপিটাল কর্তৃপক্ষের প্রত্যাশা- নাথেরপেটুয়া মডার্ণ হসপিটালের কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে অত্রাঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় নতুন দিগন্তের সুচনা হবে।