লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার।
এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নিজামুদ্দিন, সুমন চন্দ্র দেবনাথ ও সাইফুল ইসলাম, গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম মজুমদার, কুন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কল্যাণ সাহা, রেলওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, উত্তর পশ্চিমগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ, উত্তরদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমা ঘোষ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক ফারুক আহমেদ, মোহাম্মদ শাজাহানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।