Featured

Type Here to Get Search Results !

লাকসামে হেফাজতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) কুমিল্লা রেস্তোরাঁ পার্টি সেন্টারে হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা সভাপতি মাওলানা শামছুল ইসলাম জিলানী।

বিশেষ অতিথি ছিলেন, হেফাজতের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মুফতি মনিরুল ইসলাম, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, বিএনপি নেতা লুৎফুর রহমান জুয়েল।

মাওলানা মোহাম্মদ উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হান্নান, খেলাফত মজলিস কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহিম জুনায়েদ, মাওলানা নুরুল ইসলাম ফয়েজী, মুফতি আনোয়ার হোসেন।


Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার