নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) পশ্চিমগাঁয়ে অবস্থিত আল হেদায়া মহিলা মাদরাসা মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লাকসাম শহর শাখার সভাপতি নাজমুল ইসলাম বলেন, কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হলে সমাজে কোন প্রকার অন্যায়, অবিচার, জুলুম থাকবে না। আছিয়ার মতে ছোট শিশু নির্যাতনের শিকার হতো না। কোরআনের সমাজে বিশৃংখলা, অন্যায়, অনাচার দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠা হবে।
ছাত্রশিবির ৫নং ওয়ার্ড সভাপতি আরমান হোসেন আসিফের সভাপতিত্বে এবং সেক্রেটারি দেওয়ান তাওসিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম শহর শাখা শিবিরের দাওয়াহ সম্পাদক হাফেজ কামরুল ইসলাম শাহাদাত, আল আমিন ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মাওলানা তাহেরুল ইসলাম, ওয়ার্ড ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। ইফতার মাহফিলে দেড়শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।