Featured

Type Here to Get Search Results !

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে লাকসামে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জের বিশিষ্ট নাগরিকদের সম্মানে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) লাকসাম সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আয়োজনের সহযোগ সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টুর তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, লাকসামের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, লাকসাম উপজেলা বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ খসরু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মুনসুর, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারী জোবায়ের ফয়সাল, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শহীদ উল্লাহ, ট্রাস্ট ফ্যাশনের স্বত্বাধিকারীর শওকত হোসেন বিপ্লব, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, লাকসাম উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাহী, লাকসাম পৌরসভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিনহাজ প্রমুখ।

বিশিষ্ট সমাজ সেবক আবু বকর জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শত শত বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করা হয়। 

সভায় বক্তারা বলেন, লাকসাম মনোহরগঞ্জ উপজেলা হলো একই মায়ের দুটি সন্তান। তাই সম্প্রীতির লাকসাম-মনোহরগঞ্জ গড়তে সকলকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার