নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম তা'লিমুল মিল্লাত মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বাইপাসস্থ মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন, মাদ্রাসার চেয়ারম্যান কুমিল্লা আল-আযহার জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন, পরতি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক ভুঁইয়া।
মাদ্রাসার অধ্যক্ষ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার ভাইস চেয়ারম্যান ভোলদিঘি কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সুলাইমান সারোয়ার, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিন উদ্দিন বাহার মিয়াজী, উপ ব্যবস্থাপনা পরিচালক ও কো-অর্ডিনেটর লেকচারার মাওলানা মোহাম্মদ শহিদ উল্লাহ, নির্বাহী সদস্য আফজল হোসেন মিয়াজী, মাহমুদুল হাসান, জাবের হুসাইন।
মাদ্রাসা শিক্ষক মাওলানা হানিফুল ইসলাম আমিনীর পরিচালনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।