Featured

Type Here to Get Search Results !

ডোবা থেকে উদ্ধার সাঁতার জানা নিখোঁজ দুই শিশুর মরদেহ!

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌরসভার গুন্তি গ্রামে ডোবা থেকে সাঁতার জানা নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জিহাদ (৭) ঐ গ্রামের রুবেল মিয়া ও জান্নাত বেগম দম্পতির ছেলে এবং মো. সাব্বির হোসেন মহিন (৯) মোহাম্মদ আলি ও হনুফা বেগম দম্পতির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের একটি ডোবায় গোসল করতে নামে জিহাদ ও মহিন। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। এদের মধ্যে মহিন সাঁতার জানতো। পরিবারের সদস্য ও স্থানীয়রা সারা বিকেল ও রাতে খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাননি।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ছয়টার দিকে জিহাদের বাবা-মা ডোবার পানিতে চুল ভাসতে দেখে সন্দেহ করেন। পরে তাঁরা পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের পর স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে লাকসাম থানার এসআই হারুন অর রশিদ ও এসআই শাহরিয়ার ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন জানালে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

এ ঘটনায় নিহত সাব্বির হোসেন মহিনের পিতা মোহাম্মদ আলি লাকসাম থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করেন।

এদিকে, একদিন আগে নিখোঁজ হওয়ার পর ডোবা থেকে মরদেহ উদ্ধার হলেও তাদের শরীর ফোলা না থাকায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। দুই নিষ্পাপ শিশুর মৃত্যুর খবরে প্রতিবেশী ও স্বজনসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, শিশু দুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়। তবে অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার