নিজস্ব প্রতিবেদক: লাকসামস্থ বরিশাল বিভাগীয় ফোরামের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় হাজী কাচ্চি ডাইন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে লাকসামের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন বানিজ্যিক ও সেবামূলক কোম্পানিসহ লাকসামের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বরিশাল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
হাফেজ মুহাম্মদ ফয়েজুল্লাহর সভাপতিত্বে ও সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভার সাবেক মেয়র, ভাইয়া গ্রুপের অন্যতম পরিচালক আলহাজ মফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার আমীর মু. জয়নাল আবেদিন পাটোয়ারী, ট্রাফিক পুলিশের লাকসাম জোন ইনচার্জ মো. আমিনুল কবির। এছাড়াও প্রবাসী মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী ইয়াসিন আরাফাত, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, মাসুদ হোসেন বেপারী, শেখ মিজানুর রহমান, শেখ আরিফুর রহমানসহ বরিশাল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।