লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা জাতিসংঘের প্রতি ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলাকারী ইজরায়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় তারা বাংলাদেশীসহ সারা বিশ্বের মানুষের প্রতি ইজরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।
পৌরসভা জামাতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদ উল্লাহর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সহ-সেক্রেটারি মোঃ নুরে আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, ইসলামী ছাত্রশিবির লাকসাম শহর সভাপতি নাজমুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হাজারো নেতাকর্মী ও সাধারণ মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন।