নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বাণিজ্যিক নগরী লাকসাম উত্তর বাজারে নতুন আঙ্গিকে উদ্বোধন করা হলো 'সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'। লাকসাম উত্তর বাজারে মডেল মসজিদের পশ্চিম পাশে গ্রাহক সেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নতুনত্বের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানে বাংলা, চাইনিজ, ইন্ডিয়ান, থাই খাবারের বিপুল সমাহার থাকবে, দেশের সুনামধন্য বাবুর্চি দ্বারা সুস্বাদু খাবারের প্রতিশ্রুতি দিচ্ছে হোটেলের কর্ণধার ফিরোজ খান। তিনি বলেন, "হালাল খাবারের মাধ্যমে হালাল ব্যবসা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমি বিশ্বাস করি পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই আমার প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে খাবার পরিবেশন ও গ্রাহক সেবার নিশ্চয়তা দিচ্ছি।"
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান আলহাজ মীর হোসেন, লাকসাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান পাঠওয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, লাকসাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা লাকসাম প্রতিনিধি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, লাকসাম শহর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম, লাকসাম উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুন্নবী মহসিন, লাকসাম মডেল মসজিদের খতিব মাওলানা মাঈন উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা সালমানসহ লাকসামের ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।