Featured

Type Here to Get Search Results !

পারভেজ হত্যার প্রতিবাদে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন সবুজ, পৌরসভা ছাত্রদল নেতা তারেক আজিজ, কলেজ ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল ইমন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মোহন। কর্মসূচীতে বিভিন্ন কলেজ, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন নিষিদ্ধ ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভর করেছে। খুনিদের বিচার না হলে তাদের জন্য এ দেশের অক্সিজেন বিষাক্ত হয়ে যাবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার