নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ষিয়ান নেতা ও জনপ্রিয় এ রাজনীতিবিদের মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জসহ দেশের অসংখ্য নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম জুড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি আবেগময়ী স্মৃতি কথা লিখছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ১ম জানাজা, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২য় নামাজে জানাজা, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে ৩য় নামাজে জানাজা, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে ৪র্থ নামাজে জানাজা এবং বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে পঞ্চম ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।