গৃহকর্তা ফয়সাল আহমেদ যমুনা ইলেকট্রিক অ্যান্ড অটোমোবাইলস'র কুমিল্লা এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যান। গৃহকর্ত্রী মারজান আক্তার সাবরিনা বেলা ২টার দিকে একই গ্রামের রাজঘাট এলাকায় পিত্রালয়ে যান। এ সময় বাসাটি সম্পূর্ণ ফাঁকা ছিল।
রাত ৯টার দিকে গৃহকর্ত্রী বাড়িতে ফিরে দেখতে পান মূল ফটকের একটি তালা ভাঙা এবং ঘরের আলমারির লক ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন স্থান তছনছ অবস্থায় পাওয়া যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- আড়াই ভরি স্বর্ণালঙ্কার, চারটি এলইডি অ্যান্ড্রয়েড টিভি, কোম্পানির কালেকশন করা নগদ ১ লাখ ৪২ হাজার ১শ টাকাসহ ৮ লাখ টাকার মালামাল।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্তাধীন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কার্যক্রম শুরু হয়েছে।