Featured

Type Here to Get Search Results !

লাকসামে ২দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় লাকসামে ২দিন ব্যাপী ৬০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে মৎস্য চাষ সম্পর্কিত আলোচনা এবং গবাদিপশু, হাঁস-মুরগি, দুধ-ডিম উৎপাদন বৃদ্ধি বিষয়ক আলোচনা করা হয়। 

দুই দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কর্ণ চন্দ্র মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবার (৬ মে) উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন এ প্রতিবেদককে বলেন, ২দিনের প্রশিক্ষণে কৃষক-কৃষাণীরা একইসাথে কৃষি, মৎস্য ও পশু পালন বিষয়ে বাস্তবসম্মত জ্ঞান অর্জন করতে পারবে। সেই জ্ঞান কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে দেশ ও জাতির কল্যান সাধন করতে পারবেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার