নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার ফুলগাঁও ফাজিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ মে) মাদরাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা গোপন ব্যালটে ভোট দেন। সন্ধ্যায় নির্বাচনের প্রাপ্ত ফলাফলে জামায়াত সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা মহিউদ্দিন মিয়াজী (দাখিল স্তর) ও মাওলানা বেলাল হোসাইন (ফাজিল স্তর) বিজয় লাভ করেন।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারী জোবায়ের ফয়সাল, সহ-সেক্রেটারী নিজাম উদ্দিন মহসীনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও মাদরাসার শিক্ষক-অভিভাবকবৃন্দ বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচনে বিজয়ী হাফেজ মাওলানা মহিউদ্দিন মিয়াজী ও মাওলানা বেলাল হোসাইন মাদরাসার সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতসহ মাদরাসার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।