নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নিখোঁজের একদিন পর ডোবা থেকে মেহনাজ অনু (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, সোমবার (৫ মে) দুপুরে নিখোঁজ হয় অনু। নিখোঁজের পর অনুর বাবা-মা ও আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তার সন্ধান চেয়ে লাকসাম থানায় জিডি করেন মেয়েটির বাবা।
এদিকে, শিশুটি নিখোঁজ হওয়ার পর সন্ধান চেয়ে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেন। সে সময় শিশুটির সন্ধান দাতাদের জন্য দেশ-বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছিলেন অনেকেই। সন্ধান দাতাকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন অনুর পরিবার।
মঙ্গলবার বিকেলে নাগঝাটিয়া গ্রামের মজুমদার বাড়ি থেকে তিন'শ গজ দক্ষিণে একটি পরিত্যক্ত ডোবায় নিখোঁজ শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় এক মহিলা। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম গাদ্দাফি বলেন, মেহনাজ অনু বাড়ি আর তার নানার বাড়ি কাছাকাছি হওয়ায় সব সময় যাতায়াত ছিল অনুর। প্রতিদিনের মত আজও পরিবারে লোকজন ভেবেছিলাম সে তার নানার বাড়িতে আছে। কিন্তু যখন দুপুরে অনু'র নানা ওকে খুঁজতে অনুর বাড়িতে আসে। তখন থেকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না শিশু অনুকে। শিশুটির সন্ধান পাওয়া জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করে পরিবারের লোকজন।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, নিখোঁজ হওয়া শিশুটির বাবা সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একদিন পর তাদের বাড়ির ২/৩শ' গজ দূরে ডোবা থেকে শিশুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। শিশুটির মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।