Featured

Type Here to Get Search Results !

শতাধিক গাছ কেটে প্রবাসী ও মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা:  কুমিল্লার লালমাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পরিবার ও প্রবাসী শহিদ উল্যাহ'র মালিকানাধীন জমির শতাধিক গাছ কেটে পিলার বসিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে শাহ আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। 

শনিবার (৩ মে) দুুপুরে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পেশায় একজন গরু ব্যবসায়ী অভিযুক্ত শাহ আলম একই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা।

বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম বলেন, পৈত্রিক সম্পত্তি থেকে ১৯৯৫ সালের ৩০ জুলাই ১৫ শতক জমি  আমাদের গ্রামের সুলতান আহমেদের ছেলে মুকবুল আহমেদের কাছে বিক্রি করি। পরবর্তীতে ২০০৫ সালের ২১ জুন মুকবুল আহমেদ ঐ ১৫ শতক জমি একই গ্রামের আনোয়ার উল্যাহ'র ছেলে প্রবাসী শহিদ উল্যাহ'র নিকট বিক্রি করেন। প্রবাসীর পরিবার সেই জমির পূর্ব অংশে পুকুর খনন করে পশ্চিম অংশে মাটি ভরাট করে বাড়ি করার জন্য প্রস্তুত করে। বসতির উচু স্থান ও পুকুরের দক্ষিণ-পূর্ব পাশে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপন করে। ২০ বছর ধরে জমিটি প্রবাসী পরিবারের দখলে রয়েছে। ২০১১ সালে ঐ জমির দক্ষিণ পাশের ২৪ শতক আমার মেয়ে মাহমুদা আক্তার ববির নামে হেবা দলিল করে দেই। জমিটি মেয়ের নামে খারিজ খতিয়ানও সম্পন্ন হয়েছে। অথচ শনিবার জয়নগর গ্রামের শাহ আলম ও তার ভাড়াটে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর ১৫ শতকের মধ্যে ৩ শতক  ও আমার মেয়ের ১ শতক জমি দখল করে নিয়েছে। দখলকারীরা আমাদের দুই পরিবারের শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলে।


ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম বলেন, ৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছি। আজ নিজের জমি দখলে রাখতে পারছি না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোনঠাসা ছিলাম। বর্তমান অর্ন্তবর্তী সরকারের আমলেও জমি দখল করে নিলো সন্ত্রাসীরা। 


কোন সরকারের আমলে নিরাপদ থাকবো প্রশ্ন রেখে তিনি আরো বলেন,  আমাদের কাছে কেউ জমি পাওনা হলে আইন আদালত আছে। জোর করে দখল করতে হবে কেন? গাছ কেটে ফেলতে হবে কেন? আমি দখলকারীদের বিচার চাই।


প্রবাসী শহিদ উল্যাহ'র স্ত্রী রেহানা বেগম বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। দেশে পুরুষ মানুষ বলতে কেউ নেই। সেই সুযোগে গত শনিবার শাহ আলম লোকজন নিয়ে এসে আমাদের বসত-বাগানের অর্ধ শতাধিক গাছ কেটে ফেলেছে। এই ঘটনার ঠিক চার দিন আগে (২৯ এপ্রিল) আমি লালমাই থানায় জমি দখল চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু থানায় অভিযোগ দেওয়ার পরও শাহ আলম বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদের সবগুলো গাছ কেটে ফেলে এবং আমাদের মালিকানা জমিতে পিলার স্থাপন করে দখল করে।

 

অভিযুক্ত শাহ আলম বলেন, প্রবাসী ১৫ শতক জমি কিনেছে আমার আগে। পরে আমি একই মালিকের কাছ থেকে ১২ শতক জমি কিনেছি। আমি গাছ কেটেছি সত্য। তবে প্রবাসীর ১৫ শতকের জমি থেকে একটা গাছও কাটা হয়নি। গাছ কাটা হয়েছে তাজু মন্দারের (বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মজুমদার)। 

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, গাছ কাটার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে পুলিশের উপস্থিতিতে সন্ধ্যায় (রোববার) থানার সামনে বসা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল (সোমবার) স্থানীয় ইউপি মেম্বার জমিটি পরিমাপের ব্যবস্থা করবেন। পরিমাপের সময় নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল থাকবে। জমি পরিমাপের পর জমির মালিকানা ও গাছের মালিকানা নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার