তিনি বলেন,আমরা শক্তিশালী বিএনপি চাই, আমরা মানুষ হতে চাই, আমরা আওয়ামী লীগ হতে চাই না। শেখ হাসিনা এদেশকে গরীব করে রেখেছে।
লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় সাজানো বিএনপিকে বর্তমানে অপনেতৃত্বের কারণে খন্ড বিখন্ড করে রেখেছে। উপজেলা দুটির সাংগঠনিক বর্তমান অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে।
লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে উদ্দেশ্য করে নেতৃবৃন্দ আরো বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত- এমন কাউকে আমরা বিএনপির নেতৃত্বে চাইনা। আমাদের নেতা হবেন নিট এন্ড ক্লিন। যারা ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ বিভিন্ন দিয়ে কমিটিতে স্থান দিয়ে পূণর্বাসন করে তাদের নেতৃত্ব আমরা চাই না।
উত্তরদা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু ইউসুফ ভুঁইয়া, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম বাচ্চু।
যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ ও দিদার হোসেন দিদারের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, একইদিন সকাল ১০টায় লাকসাম উপজেলার ইছাপুরা গণসমাবেশ ও দুপুর ১২টায় লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিম।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা খাজা আহমেদ, ইসমাইল হোসেন, এএসএম কামরুল বারী মামুন, যুবদল নেতা দিদার হোসেন, আবুল বাশার, মোরশেদ আলম মুশু, ছাত্রদল নেতা ওমর ফারুক জিসান প্রমূখ।