Featured

Type Here to Get Search Results !

নবাব ফয়জুন্নেছার জীবন ও কর্ম জানান দিতে লাকসামে বিতর্ক উৎসব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবন ও জনহিতকর কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে বিতর্ক উৎসব আয়োজন করেছে লাকসাম উপজেলা প্রশাসন। সোমবার (১৯ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক উৎসব উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

দুই দিন‍ব্যাপি 'নবাব ফয়জুন্নেছা চৌধুরানী বিতর্ক উৎসব'র প্রথম রাউন্ডে ৪টি গ্রুপে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১৬টি দল অংশগ্রহণ করে। এতে ৮টি দল সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। মঙ্গলবার (২০ মে) একই ভেন্যুতে সেমি ফাইনাল ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। পরবর্তিতে পশ্চিমগাঁওস্থ নবাব ফয়জুন্নেছা জাদুঘরে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম।

৪টি গ্রুপের প্রধান বিচারক ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ সবুজ। মডারেটর ছিলেন, আল-আমিন ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ, রেলওয়ে হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক খায়রুল আলম, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব হোসেন। এছাড়াও ১২ জন শিক্ষক সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন।

এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার